Ads

Thursday, 19 July 2018

PARAM PITAR DEWA SRABON NITI


আসছে শ্রাবণ মাস শুরু হবে পবিত্র শ্রাবণ পরিক্রমা।
শ্রাবণ পরিক্রমার প্রাক্কালে মায়েদের প্রতি পূজ্যপাদ
বাবাইদাদার নির্দেশাবলীঃ-
শ্রাবণ পরিক্রমাতে নিচের বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য ও ঐ বিষয়ে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য পূজ্যপাদ বাবাইদা নির্দেশ দিয়েছেন।
১) প্রত্যেকটি পরিবার যেন সদাচার পালন করে চলে। সদাচার মানে তিন রকম সদাচারঃ
ক) শারীরিক সদাচার
খ) মানসিক সদাচার
গ) আধ্যাত্মিক সদাচার
প্রতিটি বিষয়ে সম্যক ধারণা থাকা প্রয়োজন।
২) বাড়ীতে পুরনো জিনিস, অপ্রয়োজনীয় থাকলে তা disposal করে দিতে হবে।
৩) ঠাকুরের ফটো পুরনো হয়ে গেলে নদীতে ফেলে দিতে হবে।
৪) ১০/১২ বছরের পুরনো অর্ঘ্যপ্রশস্তি নদীতে ফেলে দিতে হবে।
৫) আশেপাশের বাড়ীতে গিয়ে ঠাকুরের আসন ঠিকমতো আছে কি না তা দেখতে হবে। শ্রীশ্রীঠাকুর পুরুষোত্তম, তাই অন্যান্য দেবদেবীর সাথে তাঁর ফটো না থাকাই বাঞ্ছনীয়। ঠাকুরকে আলাদা আসনে সুন্দরভাবে রাখতে হবে। তবে এ বিষয়ে whip জারি করা ঠিক নয়। Politely বলতে হবে।
৬) বাড়ীর বাচ্চাদের, যাদের বয়স ১২ এর বেশী তাদের এখন থেকেই শ্রীশ্রীঠাকুরের বিবাহ সংক্রান্ত নীতিবিধি বোঝাতে হবে, তাদের সাথে এ বিষয়ে আলোচনা করতে হবে। অনেক ছেলেমেয়েরাই জানে না তাদের গোত্র কি, বংশ কি ইত্যাদি।
৭) মায়েদের পোষাক পরিচ্ছদ যেন মার্জিত, শালীনতা বজায় রেখে হয়।
৮) অনেকেই বলেন – শ্রীশ্রীবড়মা আমাদের আদর্শ, তা ঠিক নয়, আদর্শ একমাত্র শ্রীশ্রীঠাকুর। সংসার জীবনে শ্রীশ্রীবড়মা কেমন করে চলেছেন তা মায়েদের অনুসরণীয়।
৯) স্বস্ত্যয়নী ব্রতধারীদের অযথা ছুতমার্গ থাকা ঠিক নয়। তবে শুদ্ধাচার বর্ণাশ্রম বিধি মেনে অন্নপানীয় গ্রহন করা বাঞ্ছনীয়।
বিষয়টি সকল সৎসঙ্গী দাদা ও মায়েদের শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

No comments:

Post a Comment

Unbelievable Comeback

This is Keshav Maharaj, south african left handed off spinner take 8 wickets in a single innings vs strong looking Sri lankans team. And...